২৩তম ইরান আন্তর্জাতিক তেল ও প্রাকৃতিক গ্যাস প্রদর্শনী আয়োজিত
  2018-05-08 18:48:03  cri
মে ৮: ইরানের রাজধানী তেহরানে চলছে ২৩তম আন্তর্জাতিক তেল ও প্রাকৃতিক গ্যাস প্রদর্শনী। ৬ মে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৯ তারিখ পর্যন্ত। ইরান ও বিশ্বের ৪ সহস্রাধিক শিল্প প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।

ইরানের আন্তর্জাতিক তেল ও প্রাকৃতিক গ্যাস প্রদর্শনী প্রতি বছর একবার আয়োজিত হয়। এবারের প্রদর্শনীতে চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ ৩৮টি দেশ এবং অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

ইরানের তেল মন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ বলেন, আন্তর্জাতিক তেল বাজারে ইরানের ভূমিকাকে উপেক্ষা করা যায় না। তিনি আরো বলেন, তেলের দাম বাজারের স্থিতিশীলতার জন্য অনুকূল এমন পর্যায়ে বজায় রাখা উচিত।

(শুয়েই/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040