চতুর্থ বারের মতো রুশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন
  2018-05-08 10:50:46  cri
মে ৮: গতকাল (সোমবার) ক্রেমলিনে চতুর্থ বারের মতো রুশ প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন ভ্লাদিমির পুতিন।

এদিন শপথগ্রহণের পর এক বক্তব্যে পুতিন বলেন, রাষ্ট্রীয় শান্তি রক্ষা ও সমৃদ্ধি বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করা তাঁর জীবনের লক্ষ্য। প্রাণচঞ্চল ও আধুনিক রাষ্ট্র গড়ে তোলার জন্য রাশিয়ার উচিত যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করা ও ঐতিহ্যিক প্রাধান্য সুসংবদ্ধ করা এবং ঐক্যবদ্ধভাবে নতুন সাফল্য অর্জন করা, যাতে দেশের অব্যাহত উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

তিনি আরো বলেন, যে-কোনো সমস্যা রাশিয়াকে স্বাধীনভাবে দেশের ভবিষ্যত গড়ে তুলতে বাধা দিতে সক্ষম নয়। মস্কো বিভিন্ন অংশীদারি দেশের সাথে বিভিন্ন খাতের আদান-প্রদান করতে ইচ্ছুক। তাঁর দেশ বিভিন্ন দেশের সাথে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার রক্ষায় পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা করতে চায় বলেও উল্লেখ করেন পুতিন ।

উল্লেখ্য, ২০০০ সালে প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। ২০০৮ সালে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৮ সালের ১৮ মার্চ ৭৬.৬৯ শতাংশ ভোট পেয়ে আবার

নির্বাচিত হন তিনি। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040