জাতিসংঘ বন ফোরামে বনসংক্রান্ত কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করে দেখা হবে
  2018-05-08 10:43:26  cri
মে ৮: জাতিসংঘ বন ফোরামের ত্রয়োদশ সম্মেলন গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শুরু হয়। সপ্তাহব্যাপী সম্মেলনে 'জাতিসংঘ বনসংক্রান্ত কৌশলগত পরিকল্পনা ২০১৭-২০৩০'-এর কার্যকর অবস্থা যাচাই করা হবে।

ফোরামের উপাত্ত থেকে জানা যায়, বিশ্বের জমির প্রায় ৩০ শতাংশ এলাকা জুড়ে বন বিস্তৃত। বিশ্বের ১ থেকে ১.৭ বিলিয়ন লোক বনের ওপর নির্ভর করে বাস করে থাকেন। বন জলবায়ুর পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মরুকরণ প্রতিরোধ এবং বন্যা, খরা ও বালুঝড়সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কমাতে সহায়ক।

২০১৭ সালের ২৭ এপ্রিল জাতিসংঘ সাধারণ সম্মেলনে 'জাতিসংঘ বনসংক্রান্ত কৌশলগত পরিকল্পনা ২০১৭-২০৩০' যাচাই করে পাশ হয়। এই নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নামে বনের উন্নয়নসংক্রান্ত কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে বিশ্বের বনশিল্পের উন্নয়নের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরা হয়, বনের উন্নয়নের লক্ষ্য ও কার্যক্রম প্রণয়ন করা হয় এবং বনের টেকসই পরিচালনার ওপর আন্তর্জাতিক সমাজের উচ্চমানের গুরুত্বারোপ প্রমাণিত হয়।

২০০০ সালের অক্টোবর মাসে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উদ্যোগে জাতিসংঘ বন ফোরাম প্রতিষ্ঠিত হয় এবং এর উদ্দেশ্য হলো বনের পরিচালনা, সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বেগবান করা। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040