তাইওয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশ নিতে না পারলে এর দায়িত্ব তাইওয়ান রাজনৈতিক পার্টির-চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  2018-05-07 18:58:35  cri
মে ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে বলেছেন, এক চীন নীতি হল আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন ধারণা। চলতি বছর তাইওয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়নি, এর দায়িত্ব পুরোপুরিই তাইওয়ানের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭১তম সম্মেলনের নাম তালিকাভুক্তি আজ (সোমবার) শেষ হয়। তাইওয়ান এ পর্যন্ত কোনো আমন্ত্রণ পায় নি। এর আগে তাইওয়ান ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একটানা ৮ বছর এই আমন্ত্রণ পায়।

এ সমন্ধে কেং শুয়াং বলেন, এর আগে তাইওয়ান একটানা ৮ বছর পর্যবেক্ষক হিসেবে এই সম্মেলনে অংশ নিয়েছিল। তা হল প্রণালীর দু'তীর 'এক চীন নীতি'তে আলোচনার মাধ্যমে নেয়া বিশেষ ব্যবস্থাপনা। তাইওয়ানের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি 'এক চীন নীতি' মেনে না চলায় এবং এই সম্মেলনে অংশ নেয়ায় তাইওয়ানের রাজনৈতিক ভিত্তি নষ্ট হয়েছে, তাই তাইওয়ান চলতি বছর আমন্ত্রণ পেতে পারেনি। এর দায়িত্ব পুরোপুরিই ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040