কোরিয় উপদ্বীপের শান্তি পরিস্থিতি রক্ষায় চীনের আহ্বান
  2018-05-07 18:40:04  cri
মে ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় সম্প্রতি কোরিয় উপদ্বীপের পরিস্থিতির ধারাবাহিক সক্রিয় পরিবর্তন দেখা যাচ্ছে, বিভিন্ন পক্ষের উচিত এর ওপর গুরুত্ব দেয়া এবং এর যত্ন নেয়া।

জানা গেছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি বলেছে যে, উত্তর কোরিয়ার পুরোপুরিভাবে পরমাণু অস্ত্র ত্যাগের আগে শাস্তি ব্যবস্থা তুলে নেবে না। দেশটি পরমাণু অস্ত্রমুক্তকরণের ইচ্ছা প্রকাশ করেছে, তা আসলে শাস্তি ও চাপের ফলাফল। উত্তর কোরিয়া মনে করে, যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য সংলাপের পরিস্থিতি নষ্ট করবে।

এই সম্বন্ধে কেং শুয়াং বলেন, আমরা আশা করি উত্তর কোরিয়া-মার্কিন শীর্ষ নেতার বৈঠক সুষ্ঠুভাবে এবং সফলভাবে অনুষ্ঠিত হবে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040