ব্রিক্স দেশসমূহের সহযোগিতা আরো জোরদার করার আহ্বান
  2018-05-07 18:21:16  cri
মে ৭: ১৭তম 'ওয়ান শো ফোরাম' গতকাল (রোববার) বেইজিংয়ে আয়োজিত হয়েছে। আফ্রিকার মানবিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, মস্কোর রাষ্ট্রীয় আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা সংস্থা, দক্ষিণ আফ্রিকার জুলুল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ বিষয়ক ইন্সটিটউট, ভারতের পর্যবেক্ষক গবেষণা তহবিলসহ বিভিন্ন সংস্থার শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন।

ফোরামে বিভিন্ন পক্ষ মানবজাতির অভিন্ন ভাগ্যের সম্প্রদায় ও নতুন আন্তর্জাতিক উন্নয়ন চিন্তাধারা, ব্রিক্স দেশের সহযোগিতার নতুন ব্যবস্থা ও পদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

দু'দিনব্যাপী ফোরামের প্রতিপাদ্য "ব্রিক্স অংশীদারিত্বের সম্পর্ক সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক উন্নয়নের সহযোগিতা'।

ব্রিক্স দেশের থিংক ট্যাংক সহযোগিতার চীন পক্ষের মহাসচিব লুয়ান চিয়ান চাং ফোরামে ভাষণ দেয়ার সময় বলেন, ব্রিক্স দেশের উচিত আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার এবং বিজ্ঞান ও বাণিজ্য সহযোগিতার মান উন্নত করা। তিনি মনে করেন, ব্রিক্স দেশসমূহের উচিত সামষ্টিক নীতির সমন্বয় ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা এবং মতানৈক্য সমাধানের মৌলিক নীতি প্রণয়ন করা।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040