চীনে বিদেশি কোম্পানিগুলোর উচিত চীনের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখণ্ডতাকে সম্মান করা
  2018-05-07 16:05:31  cri
মে ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং সুয়াং গতকাল (রোববার) জানিয়েছেন, চীনে বিদেশি কোম্পানিগুলোর উচিত চীনের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখণ্ডতাকে সম্মান করা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চীনের সংশ্লিষ্ট বিভাগ দাবি করে যে, বিদেশি কোম্পানিগুলো তাদের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রচারমূলক উপকরণে 'দেশের তালিকায়' হংকং, ম্যাকাওকে দেশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে না। এ কারণে চীনের বিরুদ্ধে অভিযোগ করে যুক্তরাষ্ট্র।

কেং সুয়াং বলেন, যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্যের ফলে এ বিশ্বে 'এক চীন' -এর কোনো পরিবর্তন হবে না। হংকং ও ম্যাকাও চীনের অবিচ্ছেদ্য অংশ। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040