ইন্দোনেশিয়া সফরে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2018-05-07 10:29:48  cri

মে ৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (রোববার) বিকেলে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছান। বিমানবন্দরে দেশটির সমুদ্রসম্পর্কিত সমন্বয়বিষয়ক মন্ত্রী লুহুত পানজাইতানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা লিকে স্বাগত জানান।

লি খ্য ছিয়াং বলেন, চীন ও ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের পর দু'দেশের বিভিন্ন খাতের সহযোগিতায় অনেক সাফল্য অর্জিত হয়েছে। চলতি বছর চীন ও ইন্দোনেশিয়ার সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী। এ উপলক্ষ্যে দু'পক্ষের রাজনৈতিক পারস্পরিক আস্থা, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ও জনগণের মৈত্রী জোরদারে ইন্দোনেশিয়া সফরে এসেছি। দু'পক্ষের যৌথ প্রয়াসে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন খাতের সহযোগিতা উন্নত হবে বলে আশা করেন লি, যাতে দু'দেশের জনগণের জন্য আরো বেশি কল্যাণ বয়ে আনা যায়।

লি আরো বলেন, আসিয়ান চীনের গুরুত্বপূর্ণ অংশীদার। ২০১৮ সালে চীন ও আসিয়ানের কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চদশ বার্ষিকী। ইন্দোনেশিয়াসহ আসিয়ানের বিভিন্ন দেশের সাথে সুযোগ কাজে লাগিয়ে সহযোগিতার আরো বেশি অগ্রগতি অর্জন করবে বেইজিং এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখবে। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040