পাহাড়ি-বাঙালি একসঙ্গে শান্তিতে থাকতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-05-06 19:03:51  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাহাড়ি-বাঙালি আলাদা কিছু নয়। সবাইকে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ একসঙ্গে বসবাস করতে হবে

শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বান্দরবানের জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। পাহাড়ে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এর বিকল্প নেই। ঝালকাঠি ও বরিশাল জেলা প্রশাসনের সঙ্গেও ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী জানান, সরকার দুর্যোগকালে খাদ্য সংরক্ষণের জন্য ১৯টি জেলায় পারিবারিক সাইলো বানিয়ে দেবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040