এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
  2018-05-06 19:02:02  cri
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শনিবার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০টি শিক্ষাবোর্ডের প্রধানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

চলতি বছর মোট ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ১৪ লাখ ৪৩ হাজার ৩৮২ জন। পাশের হার ৭৭.৭৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বারের তুলনায় পাশের হার কমেছে ২.৫৮ শতাংশ। গত ৯ বছরের মধ্যই পাশের এ হার সবচেয়ে কম। তবে, ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাশের হার তুলনামূলকভাবে একটু কম হলেও তা খুব হতাশাজনক নয়। তিনি আগামীতে ভালো ফলফল করতে প্রস্তুতি নিতে বলেন শিক্ষার্থীদের।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040