চীনের উপহার কার্ল মার্ক্সের ভাস্কর্য জার্মানীর ট্রিয়েরে উন্মোচিত
  2018-05-06 15:43:20  cri

মে ৬: গতকাল ৫ মে ছিল দার্শনিক কার্ল হেইনরিক মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকী। মার্ক্সের জন্মস্থান জার্মানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রিয়েরে এ উপলক্ষে ধারাবাহিক উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন সেখানে চীনের উপহার হিসেবে মার্ক্সের একটি ভাস্কর্য উন্মোচিত করা হয়।

উন্মোচন অনুষ্ঠানে চীনা প্রতিনিধি ও চীনা রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপ-পরিচালক কুও ওয়েই মিন বলেন, মার্ক্স ভাস্কর্যটি হল দু'দেশের মৈত্রীর প্রতীক। তিনি আশা করেন, এর মাধ্যমে দু'দেশের সভ্যতার যোগাযোগ জোরদার ও পারস্পরিক আস্থা উন্নয়ন করা যাবে।

অনুষ্ঠানে রেইনল্যান্ড-ফালজ রাজ্যের গর্ভনর মালু ড্রেইয়ের বলেন, এ বছর হল চীন-ইউরোপীয় ইউনিয়ন পর্যটন বর্ষ। এ কাঠামোয় পরস্পরকে জানার সেতু গড়ে তোলা যাবে। আগামী বছর হল রেইনল্যান্ড-ফালজ রাজ্য ও চীনের ফুচিয়ান প্রদেশের মধ্যকার মৈত্রী প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী।

মার্ক্স ভাস্কর্যটি তৈরী করেছেন চীনের বিখ্যাত্ ভাস্কর উ ওয়েই শান। তিনি বলেন, দুই বছর সময় দিয়ে তিনি এ ভাস্কর্য তৈরী করেছেন। উ ওয়েই শান বলেন, চীনা আধুনিক ফ্রিহ্যান্ড ও ইউরোপীয় বাস্তবতাবাদের বৈশিষ্ট্য সমন্বয়ে এই ভাস্কর্য তৈরী করা হয়েছে।

ভাস্কর্যটিতে ৪৮ ও ৪৯ বছর বয়সী মার্স্ক, হাতে তাঁর বিখ্যাত বই 'ক্যাপিটাল তত্ত্ব' ধরে আছেন। এর অর্থ হল মার্স্ক ট্রিয়ের থেকে বিশ্বে গমন করেন এবং ইতিহাস থেকে ভবিষ্যতে যাচ্ছেন। (ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040