বেইজিং বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মার্ক্সবাদ সম্মেলন আয়োজিত
  2018-05-06 15:35:18  cri
মে ৬: বেইজিং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দ্বিতীয় বিশ্ব মার্ক্সবাদ সম্মেলন গতকাল (শনিবার) বেইজিংয়ে আয়োজিত হয়। বিশ্বের ৩০টিরও বেশি দেশের ১২০জনেরও বেশী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও পন্ডিত এবারের সম্মেলনে একবিংশ শতাব্দীতে বিশ্বে মার্ক্সবাদ ও চীনে মার্ক্সবাদ উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হল 'মার্ক্সবাদ ও অভিন্ন ভাগ্যের মানব সম্প্রদায়'। দু'দিনব্যাপী সম্মেলনে পন্ডিতরা 'কার্ল হেইনরিক মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকী স্মরণ', 'মার্ক্সবাদ ও মানবজাতির সভ্যতার উন্নয়ন', 'মার্ক্সবাদ ও আধুনিক বিশ্বব্যাপী সহযোগিতা ও মোকাবিলা'সহ ১০টি ফোরামে গভীরভাবে মতবিনিময় করেছেন এবং 'অভিন্ন ভাগ্যের মানব সম্প্রদায় গড়ে তোলা', 'চীনা পরিকল্পনা ও উন্নয়নশীল দেশগুলোর আধুনিকায়নের পদ্ধতিসহ চারটি উচ্চ পর্যায়ের সংলাপে আলোচনা করেছেন।

এবারের সম্মেলনের সাংগঠনিক কমিটির একাডেমিক কমিটির পরিচালক ও চীনা শিক্ষামন্ত্রণালয়ের সামাজিক বিজ্ঞান কমিটির উপ পরিচালক কু হাই লিয়াং বলেন, এ বছর হল মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকী ও 'কমিউনিস্ট সনদ' প্রকাশিত হওয়ার ১৭০তম বার্ষিকী এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী। সেজন্য সম্মেলনে মার্ক্সবাদ ও বাস্তব বিষয়ের সংযুক্তির প্রশ্নের ওপর বেশি মনোযোগ দেয়া হয়।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040