চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত
  2018-05-06 14:16:15  cri
মে ৫: চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অষ্টাদশ সম্মেলন গত শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বিভিন্ন পক্ষ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি, আঞ্চলিক আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। তাঁরা যৌথভাবে বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করার আহ্বানও জানিয়েছেন, যাতে উন্মুক্ত বহুপক্ষীয় আর্থিক ব্যবস্থা নিশ্চিত করা যায়।

সম্মেলন শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বিভিন্ন দেশকে বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধারের হুমকির জন্য সচেতনতা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন পক্ষ লক্ষ্য করছে যে, বাণিজ্যিক সংরক্ষণবাদ বিশ্বের বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। বিবৃতিতে যেকোনো ধরনের বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করার কথা জোর দিয়ে বলার সাথে সাথে উন্মুক্ত বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের ব্যবস্থা স্থাপনের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার বিনিময় ও সমন্বয় জোরদারে তিন দেশ একমত হয়েছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040