মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ইয়াং চিয়ে ছি'র ফোনালাপ
  2018-05-06 14:14:31  cri
মে ৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের বৈদেশিক কর্ম বিষয়ক কমিশন কার্যালয়ের মহাপরিচালক ইয়াং চিয়ে ছি গতকাল (শনিবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পোম্পেও'র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

আলাপকালে ইয়াং চিয়ে ছি বলেন, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। দু'দেশের উচিত ভালোভাবে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৌঁছানো গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা, উচ্চ পর্যায়ের এবং বিভিন্ন স্তরের বিনিময় জোরদার করা, আর্থ-বানিজ্যসহ বিভিন্ন সমস্যা নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা, পরস্পরের কেন্দ্রীয় স্বার্থকে সম্মান করা, সঠিকভাবে মতভেদ ও স্পর্শকাতর সমস্যা সমাধান করা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ের যোগাযোগ ও বিনিময় বজায় রাখা এবং সঠিক পথে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা।

পোম্পেও বলেন, বিশ্বের বৃহত্তম দুটি অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে মার্কিন-চীন সহযোগিতার প্রবণতা বিশাল। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে ইচ্ছুক।

দু'পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক কিছু বিষয় নিয়েও মতবিনিময় করেছেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040