রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রশংসায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী
  2018-05-05 19:23:42  cri
রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তার জন্য বাংলাদেশের ভূঁয়সী প্রশংসা করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। শনিবার ঢাকায় ওআইসি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে এ প্রশংসা করেন তিনি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে ঔদার্যের সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে তা বিশ্বের খুব কম দেশই করতে পারে। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয় উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা গোটা বিশ্বের এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে। মিয়ানমারে এখনো রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে জানিয়ে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ধর্ষণ ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এক্ষেত্রে ওআইসিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি। তার দেশ সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলেও আশ্বাস দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040