দুমায় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার তদন্ত সম্পন্ন
  2018-05-05 15:31:20  cri
মে ৫: জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা প্রেরিত দল গতকাল (শুক্রবার) সিরিয়ার দুমায় 'রাসায়নিক অস্ত্র হামলা' সম্পর্কিত তদন্ত শেষ করেছে।

সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, তদন্ত দল দুমায় প্রাথমিক প্রমাণ সংগ্রহের কাজ শেষ করেছে। সংগৃহীত প্রমাণাদি সংস্থার পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে। এ প্রক্রিয়ায় ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে সংস্থাটি এখনও তদন্ত প্রতিবেদন যাচাই করার সময় নির্ধারণ করতে পারেনি।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040