আসিয়ান ও চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের ২১তম বৈঠক অনুষ্ঠিত
  2018-05-05 15:18:00  cri
মে ৫: আসিয়ান ও চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের ২১তম বৈঠক গতকাল (শুক্রবার) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধানত আন্তর্জাতিক ও আঞ্চলিক সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি, আসিয়ান ও চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলন শেষে যৌথ বিবৃতি প্রকাশিত হয়। চীনের উপ-অর্থমন্ত্রী ইয়ু উয়ে পিং সম্মেলনে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সম্মেলনে বলা হয়, বিশ্ব অর্থনীতির শক্তিশালী পুনরুত্থানের প্রবণতা দেখা যাচ্ছে। আসিয়ান ও চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি বজায় রয়েছে। তবে বাণিজ্যের সংরক্ষণবাদও সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে।

সম্মেলনে বিভিন্ন পক্ষ পুনরায় উন্মুক্ত এবং নিয়ম মাফিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করার কথা ঘোষণা করেছে। বিভিন্ন পক্ষ দৃঢ়ভাবে বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা এবং আঞ্চলিক অর্থনীতির একীকরণ ত্বরান্বিত করার বিষয়ে একমত পোষণ করে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040