সমগ্র চীনে কার্ল হেইনরিক মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকী স্মারক সভায় সি চিন পিংয়ের বক্তৃতার ইতিবাচক মূল্যায়ন
  2018-05-05 15:04:35  cri
মে ৫: গতকাল বেইজিংয়ে আয়োজিত কার্ল হেইনরিক মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকীর স্বারক সভায় চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তৃতা চীনের বিভিন্ন মহলে উত্সাহী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

চীনের মিনজু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইয়াং স্যু আই বলেন, মার্ক্স ছিলেন মহান মানুষ। তিনি হলেন কমিউনিস্ট পার্টির সকল সদস্যের আদর্শ ও দৃষ্টান্ত।

কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির গবেষণালয়ের জরিপ কার্যালয়ের পরিচালক হু ইয়াং বলেন, প্রেসিডেন্ট সি বলেছেন, মার্ক্স ঐতিহাসিক বস্তুবাদ ও অতিরিক্ত মূল্য তত্ত্ব সৃষ্টি করেছেন। তিনি জনগণের স্বার্থ ও মুক্তির জন্য কথা বলে গেছেন।

কেন্দ্রীয় নীতিমালা গবেষণালয়ের অর্থনীতি গবেষণা ব্যুরোর পরিচালক লিউ সিন মিন বলেন, মার্ক্সবাদ হল প্রথমবারের মত জনগণের অবস্থানে মানবজাতির মুক্তি গবেষণার তত্ত্ব। সেজন্য মার্ক্সবাদ ব্যাপক জনগণের সমর্থন ও প্রতিক্রিয়া পেয়েছে।

চীন এর শিল্প ও বাণিজ্যিক ব্যাংক-আইসিবিসি'র পরিচালনা ও তথ্য বিভাগে সিপিসি'র প্রচার প্রতিনিধি কং ওয়েই বলেন, মার্ক্সবাদ অনমনীয় নয়, কিন্তু একটি আমাদের কর্ম-নির্দেশিকা এবং কর্মের মাধ্যমে তা অব্যাহতভাবে সমৃদ্ধ ও পূর্ণাঙ্গ হবে।

শাংহাই শহরের সিপিসি কমিটি'র সিপিসি'র ইতিহাস গবেষণা কার্যালয়ের পরিচালক স্যু চিয়ান কাং বলেন, বিপ্লব, নির্মাণ অথবা সংস্কারের যুগে সিপিসি'র উচিত নিজের অবস্থান অনুযায়ী মার্ক্সবাদের তত্ত্ব ব্যবহার করা এবং অব্যাহতভাবে বর্তমান তত্ত্ব ব্যবস্থা পূর্ণাঙ্গ করতে থাকা। প্রেসিডেন্ট সি'র বক্তৃতা শুনলে আমার চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক পথের ওপর আস্থা আরও দৃঢ় হয়।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040