ট্রাম্প-কিম বৈঠকের সময় ও স্থান দ্রুত প্রকাশিত হবে
  2018-05-05 14:48:08  cri
মে ৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে তাঁর বৈঠকের সময় ও স্থান খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে।

হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে ট্রাম্প গতকাল (শুক্রবার) জানান, সংশ্লিষ্ট সময়সূচী প্রণয়ন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছে এখন একটি তারিখ ও জায়গা বিবেচনায় আছে। দ্রুতই বিষয়টি ঘোষণা করা হবে। গত ৩০ এপ্রিল ট্রাম্প বলেছিলেন যে, দুই কোরিয়ার মধ্যকার অসামরিক গ্রাম পানমুনজংগ এই বৈঠকের জন্য একটি চমৎকার স্থান হতে পারে। এছাড়া, তিনি সিঙ্গাপুরকেও বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করেন।

একই দিন হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন আগামী ২২ মে যুক্তরাষ্ট্র সফর করবেন। তিনি মার্কিন-উত্তর কোরিয়া শীর্ষ বৈঠক নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।

প্রত্যাশানুযায়ী, বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করার ঘোষণা দিতে বলবেন। এছাড়া, উত্তর কোরিয়ায় বন্দী থাকা তিন মার্কিন নাগরিকের মুক্তিকে তিনি ইতিবাচক অগ্রগতি বলে উল্লেখ করেছেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040