কার্ল হেইনরিক মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকী স্মারক সভায় সি চিন পিংয়ের বক্তৃতার ইতিবাচক মূল্যায়ন
  2018-05-05 14:42:39  cri
মে ৫: কার্ল হেইনরিক মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকী স্বারক সভা গতকাল বেইজিংয়ে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সভায় গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন। তিনি বলেন, মানবজাতির ইতিহাসে কোন চিন্তাধারা নেই যা মার্ক্সবাদের মত মানবতার উপর এতো ব্যাপক এবং গভীর প্রভাব ফেলেছে। বিদেশী বিশ্লেষকরা মনে করেন, সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক চিন্তাধারা হল মার্ক্সবাদী চীনের সর্বশেষ সাফল্য। তাঁরা বিশ্বাস করেন যে, চীনের অভিজ্ঞতা মার্ক্সবাদের আরেক ধাপের উন্নয়ন ত্বরান্বিত করবে।

মার্কিন দ্যা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, সি চিন পিংয়ের বক্তৃতা হল চীনে কার্ল মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকী স্বারক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। তিনি মার্ক্সকে 'আধুনিক সময়ের সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ' বলে উল্লেখ করেন।

রয়টার্স ও এএফপি'র খবরে বলা হয়, কার্ল মার্ক্সের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে সি চিন পিংয়ের বক্তৃতায় সিপিসি'র মার্ক্সবাদ মেনে চলা ও উন্নয়ন করার কথা বলেছেন। সিপিসি'র মার্ক্সবাদকে নিজের পতাকায় লেখা সম্পূর্ণ সঠিক।

ইউনিভার্সিটি প্যারিস ৮'র চীন বিষয়ক বিশ্লেষক পিয়েরে পিককুয়ার্ট বলেন, চীনে মার্ক্সবাদ বাস্তবায়নের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়েছে। যদিও মার্ক্সবাদের ১শ' বছরেরও বেশী ইতিহাস রয়েছে, তবুও মার্ক্সবাদের অনেক পদ্ধতি এখনো সামাজিক সমস্যা বিশ্লেষণ ও সমাধানে সহায়ক। সিপিসি'র মার্ক্সবাদের পতাকা উচ্চে ধরে থাকা আসলে সঠিক উন্নয়নের পথ বাছাই।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040