চীন-ভারত শীর্ষ নেতার অনুনানুষ্ঠানিক বৈঠক ফলপ্রসূ:চীনা রাষ্ট্রদূত
  2018-05-05 14:23:18  cri
মে ৫: গতকাল (শুক্রবার) ভারতে চীনের দূতাবাস ও চীন বিষয়ক গবেষণালয়ের যৌথ উদ্যোগে 'উহান বৈঠক: চীন-ভারত সম্পর্ক এবং ভবিষ্যতের উন্নয়ন' বিষয়ক তথ্য মাধ্যমের চিন্তন গ্রুপ সেমিনার আয়োজিত হয়েছে। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লুও চাও হুই সেমিনারে বক্তৃতা দেন। ভারতে চীন বিষয়ক গবেষণালয়ের প্রধান, চীনে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত আশক খন্থা এবং ভারতের তথ্য মাধ্যম ও চিন্তন গ্রুপের প্রতিনিধিসহ প্রায় ৬০ জন এতে অংশ নেন।

বক্তৃতাকালে চীনা রাষ্ট্রদূত সার্বিকভাবে এবার চীন-ভারত শীর্ষ নেতার বৈঠকের প্রেক্ষাপট, সাফল্য এবং সংশ্লিষ্ট পরবর্তী কর্মকান্ড ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৭ ও ২৮ এপ্রিল চীনের হুপেই প্রদেশের উ হান শহরে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছেন, যা খুব তাত্পর্যপূর্ণ। তা দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে মাইলফলকও বটে।

তিনি বলেন, প্রথমত, এবারের বৈঠক দু'দেশের নেতাদের মধ্যে মৈত্রী বাড়িয়েছে। দু'দেশের নেতা এই নিয়ে ত্রয়োদশ বারের মত বৈঠক করেছেন, যা চীন-ভারত শীর্ষ নেতাদের বিনিময়ের নতুন কাঠামো স্থাপন করেছে।

দ্বিতীয়ত, দু'দেশের পারস্পরিক আস্থা ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। দু'দেশের নেতা টেলিফোন, চিঠিপত্র এবং সম্মেলন আয়োজনের মাধ্যমে কৌশলগত বিনিময় ও যোগাযোগ জোরদার করতে একমত হয়েছেন।

তৃতীয়ত, দু'দেশের উন্নয়নের কৌশলের সংযোগ আরো গভীর করা হয়েছে। চতুর্থত, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার হয়েছে। পঞ্চমত, বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে মতানৈক্য দূর করা হয়েছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040