ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত অংশীদার হলো চীনের শেনচেন ও শাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম
  2018-05-04 16:41:29  cri
মে ৪: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, তারা কৌশলগত অংশীদার করতে চীনের শেনচেন ও শাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের প্রস্তাবেই চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

প্রকাশিত এক ইশতাহার অনুযায়ী, চীনা কনসোর্টিয়ামের ৯৯০ কোটি টাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-র ৪৫ কোটি বা ২৫ শতাংশ শেয়ার (প্রতিটি ২২ টাকা দরে) কিনে নেওয়ার প্রস্তাবে রাজি হয় বিএসইসি। ফলে ডিএসই'র কৌশলগত অংশীদার হয় ওঠে চীনের শেনচেন ও শাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম

শেনচেন স্টক এক্সচেঞ্জ বৃহস্পতিবার জানায়, পরবর্তী পদক্ষেপে চীনের যৌথ কনসোর্টিয়াম সম্মান, সহযোগিতা, পারস্পরিক কল্যাণ এবং উভয়ের জন্য উপকারী, এমন নিয়ম অনুযায়ী দেশ দু'টির সংশ্লিষ্ট বিভাগের নিয়ম ও আইনকে সম্মানের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে লেনদেনের প্রযুক্তি, বাজারের লালন পালন এবং দ্রব্যের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা চালাবে, একসঙ্গে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ কাজে অংশ নেবে এবং দু'দেশের পুঁজি বাজারের সুষ্ঠু উন্নয়নে অবদান রাখবে।

উল্লেখ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও তুরস্কসহ বিভিন্ন দেশের কনসোর্টিয়াম অংশীদার হতে প্রস্তাব দিয়েছিল। তাদের এই প্রস্তাব যাচাই-বাছাই করে চীনা প্রতিষ্ঠান দুটির প্রস্তাবেই চূড়ান্ত অনুমোদন দেয় ডিএসই পরিচালনা পর্ষদ। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040