আর্থ-বাণিজ্যিক আলোচনায় কিছু ইস্যুতে মতৈক্যে পৌঁছেছে চীন-যুক্তরাষ্ট্র
  2018-05-04 16:38:00  cri
মে ৪: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ হো গতকাল (বৃহস্পতিবার) এবং আজ (শুক্রবার) মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ও অর্থমন্ত্রী স্টিভেন মুচিনের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে অভিন্ন স্বার্থজড়িত চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক ইস্যু নিয়ে আন্তরিক, দক্ষ এবং গঠনমূলক আলোচনা করে। সিনহুয়া বার্তা সংস্থার সূত্রে এ তথ্য জানা যায়।

সুষ্ঠু এবং স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন করা দু'দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উভয়ই মনে করে। তারা সংলাপ ও আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট আর্থ-বাণিজ্যিক ইস্যু সমাধান করার যথাসাধ্য প্রচেষ্টা চালায়।

দু'পক্ষ চীনের প্রতি যুক্তরাষ্ট্রের রপ্তানি সম্প্রসারণ, দ্বিপক্ষীয় সেবার বাণিজ্য, দ্বিপাক্ষিক বিনিয়োগ, মেধাস্বত্ব সংরক্ষণ এবং শুল্ক ও অশুল্ক ব্যবস্থার সমাধানসহ বিভিন্ন ইস্যু নিয়ে মত বিনিময় করে এবং কিছু ক্ষেত্রে মতৈক্যে পৌঁছেছে।

দু'পক্ষ দেখেছে, কোনো কোনো ইস্যুতে কিছু মতভেদ আছে। তাই দ্রুতবেগে কাজ করার প্রয়োজন রয়েছে,যাতে আরো বেশি অগ্রগতি অর্জিত হবে। সংশ্লিষ্ট ইস্যু নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে এবং সংশ্লিষ্ট কর্মব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে দু'পক্ষ। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040