লংমার্চ-৩বি পরিবাহক রকেট দিয়ে এপস্টার-৬সি উপগ্রহের সফল উত্‌ক্ষেপণ করেছে চীন
  2018-05-04 15:17:30  cri
মে ৪: আজ (শুক্রবার) মধ্যরাত ১২টা ৬ মিনিটে লংমার্চ ৩বি পরিবাহক রকেট দিয়ে এপস্টার-৬সি কৃত্রিম উপগ্রহের সফল উত্‌ক্ষেপণ করেছে চীন।

চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের জন্য তৈরি এ উপগ্রহটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ ও রেডিও খাতে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, এপস্টার-৬সি উপগ্রহ চীনের মহাকাশ প্রযুক্তি গবেষণাগারে নির্মিত হয়েছে, এর মেয়াদ ১৫ বছর। এ উপগ্রহটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেলিযোগাযোগ খাত ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করবে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040