আফগানিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার কথা পুনরায় ঘোষণা জাতিসংঘ সহায়তাদলের
  2018-05-03 18:56:50  cri
মে ৩: সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলায় দশ জন সাংবাদিক নিহত হবার ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং দেশটিতে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার কথা পুনরায় ঘোষণা করেছে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তাদল। গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, মিডিয়ার কাজ চালানো এলাকার সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে একটি হলো আফগানিস্তান। ২০১৭ সালে অন্তত ১৪জন সাংবাদিক বিভিন্ন সশস্ত্র সংঘর্ষে নিহত হয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে ১১জন সাংবাদিক নিহত হয়েছে। তাছাড়া কাজের পরিবেশও হুমকির সম্মুখীন। জাতিসংঘের সহায়তাদল আফগান সরকারকে অব্যাহত সমর্থন দিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন ব্যবস্থা কার্যকর করবে।

বিবৃতিতে আরো বলা হয়, ইউনেস্কো বরাবরই আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে সাংবাদিকদের ওপর হামলার তথ্য সংগ্রহ করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এ কাজটির অগ্রগতি এগিয়ে নিয়ে যাচ্ছে। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040