প্রয়োজন হলে 'জোরালো পররাষ্ট্রনীতি' বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  2018-05-03 18:55:35  cri
মে ৩: মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বুধবার) তাঁর আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানে বলেন, প্রয়োজন হলে 'জোরালো পররাষ্ট্রনীতি' বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র। যাতে তাঁর দেশের স্বার্থ রক্ষা অগ্রাধিকার পাবে।

এদিন পম্পেও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৭০তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। ভাষণে তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র নিরাপত্তা, সমৃদ্ধি ও স্বাধীনতার অনেক হুমকির সম্মুখীন হচ্ছে। তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মগ্রুপের সাথে এসব হুমকি মোকাবিলা করে আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের 'সম্মান ও নেতৃত্বের' অবস্থান নিশ্চিত করবেন।

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে পম্পেও বলেন, এখন এই সমস্যা সমাধান করার সময়। তাছাড়া ইরান সমস্যা নিয়ে পম্পেও বলেন, 'ত্রুটিপূর্ণ' ইরানের পরমাণু চুক্তি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040