'এক অঞ্চল, এক পথ' এক্সপ্রেস ট্রেনে যোগ দিয়ে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়ন করাকে স্বাগত জানায় চীন
  2018-05-03 18:54:09  cri
মে ৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে জানিয়েছেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ পেশ করার গত ৫ বছরে, আরো বেশি দেশ ও অঞ্চল উদ্যোগটি থেকে উপকৃত হয়েছে। 'এক অঞ্চল, এক পথ' এক্সপ্রেস ট্রেনে যোগ দিয়ে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়ন করাকে স্বাগত জানায় বেইজিং।

সম্প্রতি নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড-চীন সম্পর্ক উন্নয়ন সংস্থা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সম্বন্ধে বিশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয় 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ 'শতাব্দীর কৌশল'। এ উদ্যোগ সীমাহীন সুযোগ বয়ে আনবে। এতে যোগ না দিলে ভালো সুযোগ হারাবে নিউজিল্যান্ড।

হুয়া বলেন, "ইতোমধ্যেই ৮০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ বিষয়ে চীনের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চীন ও 'এক অঞ্চল, এক পথ'-এর বরাবর দেশগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি মূল্য ৩৩.২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।" (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040