দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েন রাখার বিষয়টি কোরীয় উপদ্বীপের শান্তি চুক্তি স্বাক্ষরের সঙ্গে 'সম্পর্কহীন':মুন জায়ে-ইন
  2018-05-03 18:52:20  cri
মে ৩: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন সম্প্রতি জানিয়েছেন, তাঁর দেশে যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েন রাখার ব্যাপারটি কোরীয় উপদ্বীপের শান্তি চুক্তি স্বাক্ষরের সঙ্গে 'সম্পর্কহীন'।

সম্প্রতি প্রেসিডেন্টের বিশেষ সহকারী মুন চুং ইন 'কোরীয় উপদ্বীপের শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন বাহিনী অপসারণ করা উচিত' বলে একটি মন্তব্য করেন।

গতকাল (বুধবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র কিম ইয়োই-কিওম এক সাংবাদিক সম্মেলনে ওই মন্তব্য নিয়ে বলেন, প্রেসিডেন্ট ভবনের সচিবালয়ের সচিব মুন চুং ইনকে ফোন করে এ ব্যাপারে প্রেসিডেন্টের অবস্থান জানিয়েছেন এবং বিভ্রান্তিমূলক কোনো মন্তব্য না করতে নির্দেশ দিয়েছেন।

তাছাড়া, দক্ষিণ কোরিয়া পক্ষের সূত্র জানিয়েছে, ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া-মার্কিন মিত্রতা দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে শান্তিপূর্ণভাবে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি ব্যবস্থাপনা ও রক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।(জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040