ধর্মবিশ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: চীনা মুখপাত্র
  2018-05-03 18:27:53  cri
মে ৩: চীন সরকার আইন অনুযায়ী নাগরিকদের ধর্মবিশ্বাসের স্বাধীনতা সুরক্ষা করে এবং এই সত্যতা সবাই দেখতে পারেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিটির প্রকাশিত এক রিপোর্টে চীনের ধর্মবিশ্বাসের স্বাধীনতার অবস্থা নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

তিনি আরো বলেন, এই তথাকথিত কমিটি চীনের প্রতি বরাবরই রাজনৈতিক পক্ষপাতিত্ব পোষণ করে এবং ধর্মের ক্ষেত্রে চীনের অগ্রগতি উপেক্ষা করে থাকে। এই কমিটি বছরের পর বছর চীনের ধর্মীয় নীতিমালা এবং অবস্থা নিয়ে অভিযোগ করে আসছে। আমরা এই কমিটির প্রতি মৌলিক বাস্তবতার ওপর সম্মান প্রদর্শন করে গোঁড়ামি ত্যাগ করে সংশ্লিষ্ট রিপোর্ট প্রকাশ বন্ধ করে ধর্মীয় সমস্যার অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দিয়েছি। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040