চলতি বছর নিহত সাংবাদিকদের সংখ্যা বিপুল মাত্রায় বেড়েছে
  2018-05-03 16:17:51  cri
মে ৩: জেনিভায় অবস্থিত 'প্রেস এমব্লেম ক্যাম্পেইন'-এর গতকাল (বুধবার) প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, চলতি বছরের প্রথম ৪ মাসের মধ্যে ১৮টি দেশে ৪৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

রিপোর্টে বলা হয়, চলতি বছরের প্রথম ৪ মাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক তিনটি দেশ ছিল যথাক্রমে আফগানিস্তান, মেক্সিকো এবং সিরিয়া।

চলতি বছরের এপ্রিল মাসের পর আফগানিস্তানে সাংবাদিকদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলার ঘটনা চালানো হয়।

উল্লেখ্য, 'প্রেস এমব্লেম ক্যাম্পেইন' ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি হলো অলাভজনক বিশ্বব্যাপী মিডিয়ার পর্যবেক্ষণ সংস্থা। এর উদ্দেশ্য হলো জনগণ, মিডিয়া এবং অন্য সংস্থাকে উত্সাহিত করে একযোগে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত জনগণের নিরাপত্তা সুরক্ষা করার আহ্বান জানানো। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040