সপ্তম চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার নেতাদের সম্মেলনে যোগ দেবেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2018-05-03 13:40:22  cri
মে ৩: গতকাল (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, সপ্তম চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার নেতাদের সম্মেলনে অংশ নেবেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। এ সম্মেলন তিন দেশের সহযোগিতা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে বলে উল্লেখ করেন তিনি।

মুখপাত্র হুয়া বলেন, এই ফোরাম পূর্ব এশিয়া সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। তিন দেশের সহযোগিতা ১৯ বছর পার হয়েছে। এ কাঠামোতে নেতাদের সম্মেলন, ২১টি মন্ত্রী পর্যায়ের সম্মেলন ও ৭০টিরও বেশি পরামর্শ অন্তর্ভুক্ত হয়েছে।

আর্থ-বাণিজ্যিক, অর্থ, যোগাযোগ, সংস্কৃতি, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন খাতের আদান-প্রদান ও সহযোগিতা সফল হয়েছে, তিন দেশের মধ্যে পুঁজি বিনিয়োগকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ১৩ দফা অবাধ বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৯ মে এ সম্মেলন শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এতে যোগ দেবেন। বর্তমানে চীন-জাপান সম্পর্ক উন্নত হচ্ছে, এ সফরে শিনজো আবে ও লি খ্য ছিয়াং বৈঠক করবেন। তাঁর জাপান সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও স্বাভাবিকায়নে সহায়ক হবে বলে উল্লেখ করেন চীনা মুখপাত্র।(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040