সি চিন পিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা তৈরি হয়েছে
  2018-05-03 11:28:16  cri
মে ৩: গতকাল (বুধবার) পিকিং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আসন্ন যুব দিবস ও পিকিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১২০তম বার্ষিকী উপলক্ষ্যে তিনি ক্যাম্পাসে যান এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণ সম্পর্কে তাঁর প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পরিদর্শনের সময় সি বলেছেন, দেশ ও বিশ্ববিদ্যালয় উন্নয়নের পদক্ষেপ অনেক কাছাকাছি। রাষ্ট্রীয় উন্নয়ন প্রক্রিয়ায় উচ্চ শিক্ষার ওপর মনোযোগ দিতে হয়, বিশ্বের শ্রেষ্ঠ মানের বিশ্ববিদ্যালয় গঠনের চেষ্টা চালাতে হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ ব্যক্তি ও নব্যতাপ্রবর্তন এবং সৃজনশীল কাজের প্রশিক্ষণ জোরদার করতে হবে, যাতে এর সফলতা দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগে।

পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্সাহ দিয়ে সি আরো বলেন, সমাজতন্ত্রের নির্মাণকারী ও দায়িত্ব বহনকারী হিসেবে সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলা ও সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী রাষ্ট্র নির্মাণের সংগ্রাম পরিচালনা করা উচিত, যাতে চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন পূরণ হয়।

স্বেচ্ছাসেবক-সংক্রান্ত কাজে জড়িত পিকিং বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের স্নাতক লি সিয়াও তান মনে করেন, প্রেসিডেন্ট সি'র বক্তব্য অনেক উত্সাহব্যাঞ্জক। তাঁর নির্দেশনা চীনের যুবকদের স্বপ্ন দেখাবে ও স্বপ্ন জয়ে পথ দেখাবে। তিনি আরো মনোযোগ দিয়ে স্বেচ্ছাসেবকের কাজ করা, দায়িত্ব নিয়ে জাতির পুনরুত্থান ও রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040