পিকিং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সি চিন পিং
  2018-05-03 10:56:08  cri
মে ৩: ৪ মে চীনের যুব দিবস এবং পিকিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১২০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার পিকিং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মী ও দেশবিদেশের স্নাতক, চীনের নানা জাতির যুবক ও যুব কর্মীদের এ দিবসের শুভেচ্ছা জানান। তিনি জোর দিয়ে বলেন,  চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের চেতনা ধারণ করা ও উন্নত করা একটি দীর্ঘমেয়াদি কর্তব্য এবং এজন্য এক প্রজন্মের চেষ্টা প্রয়োজন। যুবকরা চীনা জাতির মহান পুনরুত্থানের নতুন শক্তি এবং দেশ ও জাতির প্রত্যাশা বহন করছে। সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ও উত্তরাধিকার লালন করা বিশ্ববিদ্যালয়ের মৌলিক কর্তব্য এবং এই কর্তব্য বাস্তবায়ন করে বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় গঠন করা উচিত্।
 
তিনি আরো বলেন, বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় গঠন করতে চাইলে তিনটি কাজ ভালোভাবে করতে হবে। স্কুল পরিচালনার সঠিক রাজনৈতিক দিক মেনে চলা, উচ্চ গুণগতমানের শিক্ষক তৈরি করা এবং প্রতিভাবান ব্যক্তিদের যথাযথ তত্ত্বাবধান ব্যবস্থা গড়ে তোলা।
(শিশির/তৌহিদ)
=
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040