চীনা গায়ক শুয়েই চি ছিয়ান
  2018-05-03 10:00:36  cri



আজকের অনুষ্ঠানে বর্তমান চীনের খুব জনপ্রিয় একজন গায়কের সঙ্গে আপনাদের পরিচয়ে করিয়ে দেবো। তার নাম শুয়েই চি ছিয়ান। পেশাদার গায়ক জীবনের শুরুতেই তিনি তার প্রেমের গানের জন্য সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। বর্তমানে সুন্দর প্রেমের গান উল্লেখ করলেই লোকেরা শুয়েই চি ছিয়ানের গানের কথা মনে করে।

শুয়েই চি ছিয়ান ১৯৮৩ সালে চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। স্কুলে পড়ার সময় শুয়েই চি ছিয়ান গান গাইতে পছন্দ করতেন। তবে, ভবিষ্যতে গায়ক হবার কথা ভাবেননি তিনি। মাধ্যমিক স্কুলের পাঠ শেষ করে তিনি সুইজারল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। একবার ছুটিতে বাড়ি ফেরার সময়ে শুয়েই চি ছিয়ান শাংহাইয়ে এক সংগীত তারকার সাক্ষাত্ পান। তিনি শুয়েই চি ছিয়ানের খুব তারিফ করেন। তার উত্সাহেই শুয়েই চি ছিয়ান তার কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। তবে এরপর তিনি গান না গেয়ে অভিনয় শুরু করেন। এ সময় শুয়েই চি ছিয়ান কাজের বাইরে নিজ গান রচনা করতে থাকেন এবং অ্যালবাম প্রকাশের সুযোগ খুঁজতে থাকেন।

অভিনয়ের সময় শুয়েই চি ছিয়ান বুঝতে পারেন যে তিনি সত্যিই গান গাইতে ভালোবাসেন। তাই তিনি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেন। ২০০৫ সালে শুয়েই চি ছিয়ান শাংহাই টিভি স্টেশনে আয়োজিত 'my show' নামে একটি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তার রচিত গান সবার দৃষ্টি আকর্ষণ করে। সেই প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন না হলেও বেশ জনপ্রিয়তা পান। এরপর শুয়েই চি ছিয়ান তার পেশাদার সংগীত জীবন শুরু করেন। ২০০৬ সালে শুয়েই চি ছিয়ান তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন, অ্যালবামের থিম গান 'তুষার' দ্রুত অনেক জনপ্রিয় হয়, তখন সারা দেশের পথে-ঘাটে এই গান শুনতে পাওয়া যেত।

২০০৭ সালে শুয়েই চি ছিয়ান তার দ্বিতীয় অ্যালবাম 'তুমি কেমন আছো?' প্রকাশ করেন। এক মাসে এই অ্যালবামের ১৫ লাখ কপি বিক্রি হয়। তিনি এই অ্যালবামের জন্য সেই বছর চীনের মিউজিক রেডিও'র (MusicRadio) 'সবচেয়ের জনপ্রিয় গায়কে'র পুরস্কার পান। এরপর শুয়েই চি ছিয়ান প্রায় এক বছর ধরে একটি অ্যালবামের জন্য কাজ করেন। সবগুলো গানের উচ্চমান নিশ্চিত করেন। এ সময় তার রচিত বিপুল গানগুলোর মাধ্যমে তার নিজস্ব সংগীতশৈলী গড়ে ওঠে।

২০১৩ সালে শুয়েই চি ছিয়ান তার অ্যালবাম--'অপ্রত্যাশিত যাত্রা' প্রকাশ করেন। এই অ্যালবামে তার গানগুলো আরো পরিপক্ব হয়, তার সংগীত বৈশিষ্ট্যও আরো উজ্জ্বল হয়। শুয়েই চি ছিয়ানের গানগুলো বেশিরভাগই প্রেমের গান ও দুঃখের গান। তার গানের সুন্দর সুর ও কথায় মানুষ সহজেই এক ধরনের আবেদন অনুভব করতে পারে। এ কারণেই শুয়েই চি ছিয়ানের গান এত জনপ্রিয়তা পায়।

২০১৬ সালে শুয়েই চি ছিয়ান অ্যালবাম 'শিক্ষানবিস' প্রকাশ করেন। এই অ্যালবামের প্রায় সবগুলো গান বেশ জনপ্রিয় হয়। গানে মনোমুগ্ধকর প্রেমের গল্পের পাশাপাশি শুয়েই চি ছিয়ান প্রেম সম্পর্কে তার অভিমতও প্রকাশ করেন। তিনি মনে করেন, প্রেমের অভিজ্ঞতা থেকে শিক্ষানবিসের মত মন দিয়ে প্রতিটি প্রেম বিবেচনা করা উচিত। এটিই এই অ্যালবামের মূল কথা।

অনুষ্ঠানের শেষে আমরা শুয়েই চি ছিয়ানের আরো একটি জনপ্রিয় গান শুনব। গানের নাম 'Radius Of A Few Miles'। আশা করি তার গানটি আপনাদের ভালো লাগবে।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040