ইরানের পরমাণু ইস্যুতে ইসরাইলের অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন
  2018-05-02 19:27:02  cri
মে ২: মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র স্যান্ডার্স গতকাল (মঙ্গলবার) জানিয়েছেন, সম্প্রতি ইরানের পরমাণু ইস্যুতে ইসরাইলের মনোভাব ও আচরণের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইদিন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি জানিয়েছেন, যদি ইরানের বিরুদ্ধে শাস্তি পুনরুদ্ধার হয়, তাহলে এই পরমাণু চুক্তিতে থাকার কোনো যুক্তি নেই তেহরানের।

ইসরাইলি প্রধানমন্ত্রী গত সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তার দেশের গোয়েন্দা সংস্থা কর্তৃক ইরান থেকে গোপনীয় ব্যবস্থার মাধ্যমে অর্জিত দলিল প্রদর্শন করেন। তিনি ইরানের নিন্দা জানিয়ে বলেন, দেশটি পরমাণু চুক্তি অনুসারে পারমাণবিক অস্ত্র পরিহার করছে না।

কিন্তু ইরান দ্রুত এ কথার উত্তর দিয়ে জানায়, ইসরাইলের লক্ষ্য হলো ইরানের পরমাণু চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলা।

গতকাল এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে স্যান্ডার্স বলেন, সংশ্লিষ্ট দলিল প্রকাশ করার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় ও আলোচনা করেছে ইসরাইল। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040