'অমর মার্ক্স' নামে তথ্যচিত্র সম্প্রচারিত হবে
  2018-05-02 18:42:36  cri
মে ২: কার্ল মার্ক্সের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'অমর মার্ক্স' নামে দুই পর্বের টিভি তথ্যচিত্র ৩ এবং ৪ এপ্রিল রাত ৮টায় চীনের কেন্দ্রীয় টিভি কেন্দ্র (সিসিটিভি)-তে প্রচারিত হবে। তথ্যচিত্রটি একই সঙ্গে পিপলস নেটওয়ার্ক, সিনহুয়া নেট এবং সিসিটিভি'র ওয়েবসাইটসহ বিভিন্ন মিডিয়ার প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

তথ্যচিত্রটিতে মার্ক্স এবং তার কমরেডদের মানবজাতির মুক্তির শিল্প বাস্তবায়নের জন্য জীবনব্যাপী পরিশ্রম করার কাহিনী তুলে ধরা হয়। এতে মানবসমাজের অগ্রগতি বিশেষ করে বিশ্বের সমাজতান্ত্রিক আন্দোলনে তার গভীর প্রভাব প্রতিফলিত হয়। তথ্যচিত্রে মূল্যবান ভিডিও, ছবি, বিশেষজ্ঞদের আলোচনা এবং সাক্ষাত্কার রয়েছে।

উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির প্রচার বিভাগ এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে এ টিভি তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040