চেচিয়াং প্রদেশের হু চৌ শহরের পর্যটন শিল্প উন্নয়ন
  2018-05-02 15:10:30  cri



চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি বলেছেন, দেশের গ্রামগুলোকে আরামদায়ক ও সুন্দর করে গড়ে তোলা হবে। এ জন্য তিন-বছর মেয়াদি কার্যক্রম এবং গ্রামের প্রাণশক্তি পুনরুদ্ধারের কৌশল বাস্তবায়ন করা হবে। আর এক্ষেত্রে কাজে লাগানো হবে চেচিয়াং প্রদেশের অভিজ্ঞতা।

সি চিন পিং আরও বলেন, গত ১৫ বছর ধরে চীনের চেচিয়াং প্রদেশে বহু সুন্দর গ্রাম গড়ে তোলা হয়েছে। গ্রামাঞ্চলের পরিবেশ উন্নয়নে, উন্নত ও অনুন্নত নির্বিশেষে সব জায়গায় সংশ্লিষ্ট পদক্ষেপ নিতে হবে। তাছাড়া, স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে, যাতে গ্রামবাসীদের সুখী জীবন নিশ্চিত করা সম্ভব হয়।

প্রেসিডেন্ট সি বিশেষ করে সম্মেলনে চেচিয়াং প্রদেশের উদাহরণ দিয়েছেন, বিশ্বাস করি এ জায়গার নিশ্চয় নিজস্ব বৈশিষ্ট্য ও সৌন্দর্য আছে। পুবের জানালার আজকের পর্বে আমরা চেচিয়াং প্রদেশের হু চৌ নামের একটি শহরের কথা বলব। আপনাদেরকে জানাব কীভাবে সেখানে পর্যটন শিল্প উন্নয়নের মাধ্যমে সারা শহরের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040