মে'র প্রথম দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা হতে পারে: ত্রাণমন্ত্রী
  2018-05-01 18:34:43  cri
চলতি মে মাসের প্রথম দিকে উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মন্ত্রী জানান, মে মাসের শুরুতেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, পঞ্চগড়, পটুয়াখালী, খুলনা ও চট্টগ্রাম জেলায় বন্যা হতে পারে। আগাম এ বন্যা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। হাওরসহ যে সব অঞ্চলে ফসল তোলার সময় হয়েছে সে সব স্থানে দ্রুত ফসল তোলার জন্যও পরামর্শ দেন মন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040