বাংলাদেশে মহান মে দিবস পালিত
  2018-05-01 18:29:51  cri
বিশ্বের অন্যান দেশের মতো যথাযোগ্য মর্যাদা আর উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশেও পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটির স্মরণে বিভিন্ন রাজনৈতিক দল, কর্মজীবী নারী, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ, ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক জোটসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা রাজধানীসহ সারাদেশে র‍্যালী ও সমাবেশ করে।

শ্রমদিবসের সূচনার শতবর্ষের বেশি সময় পার হলেও এখনো শ্রমিকরা ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ পাচ্ছেন না বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। এ সব অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিক ও সরকারের মন্ত্রীরা। শ্রমিকদের জন্য শ্রমবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করতে না পারলে কখনোই উন্নয়নশীল দেশ হওয়ার স্বপ্ন পূরণ হবে না বলে মনে করেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। নিজেদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আর মালিক শ্রমিক সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই একটু সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040