বেইজিংয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
  2018-05-01 18:20:56  cri
মে ১: চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল ভার্গাসের সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে ওয়াং ছি শান প্রথমে ভার্গাসের মাধ্যমে সেদেশের প্রেসিডেন্ট ড্যানিলো মেডিনাকে চীনা প্রেসিডেন্ট সি'র আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। চীন এবং ডোমিনিকানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ায় অভিনন্দন জানান তিনি। ওয়াং ছি শান আরো বলেন, ডোমিনিকান সরকারের 'এক চীন নীতি'-তে অবিচল থাকা এবং তাইওয়ান অঞ্চলের সঙ্গে 'কূটনৈতিক সম্পর্ক' ছিন্ন করে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত নিয়েছে তা যুগের প্রবণতা এবং দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক ও দীর্ঘকালীন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দ্বিপক্ষীয় সম্পর্ক-উন্নয়নের সম্ভাবনা পুরোপুরিভাবে বের হবে এবং সহযোগিতার ভবিষ্যত অনেক বিশাল হবে বলে তিনি জোর দিয়ে বলেন।

ভার্গাস ওয়াং ছি শানের মাধ্যমে প্রেসিডেন্ট সিকে প্রেসিডেন্ট মেডিনার আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ডোমিনিকান 'এক চীন নীতি'-তে অবিচল থাকবে এবং দু'দেশের বিনিময় ও সহযোগিতা চালাতে যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040