ইয়াং লি ভিং'র আধুনিক নৃত্যনাটক 'হাউজ অব ফ্লাইয়িং ডেগারস' ইসরাইলে প্রথম মঞ্চস্থ
  2018-05-01 18:06:09  cri

চীনের বিখ্যাত শিল্পী ইয়াং লি ভিং আধুনিক নৃত্যনাটক "হাউজ অব ফ্লাইয়িং ডেগারস" নিয়ে ২৬ এপ্রিল ইসরাইলের রাজধানী তেল আবিবে প্রথম অভিনয় করেছেন। এর আগে তেল আবিবে চীনা সাংস্কৃতিক কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে ইয়াং লি ভিং ইসরাইলী নৃত্য শিল্পীদের সঙ্গে নাচ নিয়ে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। বিস্তারিত শুনুন সিআরআই'র প্রতিবেদনে।

প্রেস ব্রিফিংয়ে ইয়াং লি ভিং ইসরাইলের দর্শকদের কাছে হাউজ অব ফ্লাইয়িং ডেগারস'-এর গল্প, এবং নৃত্য নাটকের প্রধান চরিত্র লিউ পাং, সিয়াং ইয়ু, হান সিনসহ বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের অভিনেতাদের পরিচয় করিয়ে দেন। গুরুত্বপূর্ণ এই নাট্যকর্ম নিয়ে ইসরাইলে এসে পারফর্ম করে অনেক খুশী ইয়াং। তিনি বলেন,

"আমার জন্য 'হাউজ অব ফ্লাইয়িং ডেগারস' একটি গুরুত্বপূর্ণ কর্ম, চীনের হান রাজবংশের ইতিহাস, ছু-হান যুদ্ধ। ঐতিহাসিক গল্পের পাশাপাশি এ নৃত্য নাটকের শিল্প রূপও অন্যরকম। ইসরাইলে এসে পারফর্ম করে খুব খুশি আমি। আশা করি এবারের পারফর্মেন্সের মাধ্যমে ইসরাইলের দর্শকরা চীনা সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী হবে। বিশেষ করে সমসাময়িক নাচের নতুন দৃষ্টিকোণ নিয়ে চীনা সংস্কৃতি জানতে পারবে। এ নৃত্য নাট্য কর্মের মধ্যে রয়েছে চীনা সংস্কৃতি, কিন্তু গল্প প্রচারের ব্যাপারে আমরা আন্তর্জাতিক ভাষা ব্যবহার করে দর্শকদের সামনে উপস্থাপন করি।"

ইয়াং বলেন, 'হাউজ অব ফ্লাইয়িং ডেগারস' নৃত্য নাটকটি বহু বার বিভিন্ন দেশের আধুনিক নৃত্য উৎসবে মঞ্চস্থ হয়েছে। বিদেশী দর্শকদের কাছে তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । তিনি বিশ্বাস করেন ইসরাইলের দর্শকরাও এ নৃত্য নাটকটি পছন্দ করবেন। একই সঙ্গে ইসরাইলের আধুনিক নাচের শিল্প মানের ওপর উচ্চ মূল্যায়ন দেন ইয়াং। তিনি বলেন,

'হাউজ অব ফ্লাইয়িং ডেগারস' নৃত্য নাটকটি অনেক বার বিভিন্ন দেশের আধুনিক নৃত্য উৎসবে মঞ্চস্থ হয়েছে। আমার মনে হয় শিল্পের জগতে কোন সীমা নেই। সেজন্য দর্শকরা অবশ্যই একটি ভাল কর্ম উপভোগ ও পছন্দ করবে।"

ইসরাইলের শিল্পীদের সঙ্গে আধুনিক নাচ, জাতীয় নাচ নিয়ে নিজের জ্ঞান শেয়ার করেছেন ইয়াং। ইসরাইলের কোন কোন দর্শক জানতে চায় যে, কীভাবে ইয়াং বহু দশক ধরে প্রতিদিন নাচ বজায় রাখতে পারেন। জবাবে ইয়াং বলেন,

"আমি নাচ পছন্দ করি, এ ব্যাপারে আমার সহজাত প্রতিভা আছে। নৃত্য আমার বিনিময়ের ভাষা। চীনের ইয়ুন নান প্রদেশে আমি জন্মগ্রহণ করি। সেখানকার সুন্দর দৃশ্য আমার প্রকৃতিগত শক্তি। আমি এ শক্তি বিশ্বকে জানাতে চাই। নৃত্য আমার কথা।"

ইসরাইলের নৃত্যশিল্পী অরলি পোর্টাল বলেন, ভিডিও সাইটে তিনি ইয়াং'র নৃত্য দেখেছেন, ইয়াং'র নৃত্য তাকে নাড়া দিয়েছে। তিনি খুবই মুগ্ধ। ইয়াং এবার ইসরাইলে এসেছেন। সুযোগ পেলে ইয়াং'র পরিবেশনা সরাসরি উপভোগ করতে পারবেন বলে তাঁর গভীর প্রত্যাশা। তিনি আরো বলেন, নৃত্যকর্ম থেকে ঐতিহাসিক সংস্কৃতি সমন্ধে ইয়াং'র গভীর চিন্তা দেখা যায়। তিনি বিশ্বাস করেন ইসরাইলের দর্শকরা অবশ্যই এ নৃত্য নাটক পছন্দ করবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040