'দুই রাষ্ট্র তত্ত্ব' ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সমাধানের সম্ভাব্য পরিকল্পনা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  2018-05-01 15:59:15  cri
মে ১: 'দুই রাষ্ট্র তত্ত্ব' হলো ফিলিস্তিন ও ইসরাইলের সমস্যা সমাধানের সম্ভাব‍্য পরিকল্পনার মধ্যে অন্যতম, কিন্তু দু'পক্ষের আলোচনার মাধ্যমে সমাধানের উপায় খুঁজে বের করা উচিত্।

জর্ডান সফররত মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (সোমবার) জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন। এ সময় তিনি ফিলিস্তিনকে রাজনৈতিক সংলাপের পথে আবার ফিরে আসার তাগিদও দেন।

সাফাদি বলেন, বর্তমানে ফিলিস্তিন ও ইসরাইলের পরিস্থিতির কারণে 'দুই রাষ্ট্র তত্ত্ব' চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ফিলিস্তিন-ইসরাইল সমস্যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে সাফাদি উল্লেখ করেন। তিনি আরো বলেন, জর্ডান বরাবরই পূর্ব জেরুসালেমকে রাজধানী হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষপাতী। এই ভিত্তিতে 'দুই রাষ্ট্র তত্ত্ব'কে সমর্থন করার কথা জোর দিয়ে বলেন সাফাদি। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040