প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
  2018-04-30 18:29:58  cri
রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে আসা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রতিনিধি দলটি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে গণভবনে এ সাক্ষাৎ হয়।

এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে চীন, রাশিয়া, ভারত ও জাপানের বড় ভূমিকা প্রত্যাশা করেন। জাতিসংঘ প্রতিনিধি দলের নেতা নিরাপত্তা পরিষদে পেরুর স্থায়ী প্রতিনিধি গুস্তাবো মেজা কুয়াদ্রার বলেন, রোহিঙ্গা সংকট সমাধান সময়সাপেক্ষ বিষয়। তবে যথাসম্ভব দ্রুততম সময়ে এ সংকট উত্তরণে সহায়তা করবে জাতিসংঘ। রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধিদলটি গত শনিবার বাংলাদেশ সফরে আসে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040