ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের
  2018-04-30 18:09:49  cri

এপ্রিল ৩০: সৌদি আরব সফররত মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (রোববার) জানিয়েছেন, ইরান পরমাণু চুক্তির প্রধান বিষয় সংশোধন না করলে এ চুক্তি থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

এদিন সৌদি রাজা সালমান বিন আবদুলআজিজ আল সউদ'র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে মিলিত হন পম্পেও। বৈঠকের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে পম্পেও নিন্দা জানান যে, ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অস্ত্র যোগান দিচ্ছে এবং সিরিয়া ও ইরাকের ব্যাপারে হস্তক্ষেপ করে এ অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর হুমকি সৃষ্টি করেছে।

সাংবাদিক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, যুক্তরাষ্ট্রের ইরানসম্পর্কিত নীতিতে সম্পূর্ণ সমর্থন দিয়েছে সৌদি আরব। তাছাড়া ইরানের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জুবেইর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে এক ঘোষণায় বলেন, ১২ মে হলো ইরানের পারমাণবিক চুক্তি সংশোধনের চূড়ান্ত সময়সীমা।

এ নিয়ে ইরান জানায়, যদি পশ্চিমা দেশগুলো পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে তাহলে চার দিনের মধ্যে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সম্পর্কিত তত্পরতা পুনরুদ্ধার করবে তেহরান। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040