বাংলাদেশে চীনের আলিপে
  2018-04-30 16:38:11  cri
গত ২৬ এপ্রিল বাংলাদেশের বৃহত্তম মোবাইল পেমেন্ট কোম্পানি 'বিকাশ' এবং চীনের 'অ্যান্ট ফাইন্যানশিয়াল'-এর মধ্যে কৌশলগত সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। এ-সহযোগিতার আওতায় 'অ্যান্ট ফাইন্যানশিয়াল' প্রযুক্তি ও অভিজ্ঞতা সরবরাহ করার মাধ্যমে এবং 'বিকাশ'-এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে 'আলিপে' সেবা দেওয়া শরু করবে। এতে বাংলাদেশিরা সুবিধাজনক ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা পাবে।

২০১৫ সাল থেকে 'অ্যান্ট ফাইন্যানশিয়াল' 'প্রযুক্তি বিনিময় এবং স্থানীয় সহযোগিতামূলক অংশীদার' পদ্ধতিতে চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশ নিচ্ছে। এরই অংশ হিসেবে চীনের ইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে প্রবেশ করে। বিদেশে আলিপে'র এটি নবম পদক্ষেপ। চীনসহ বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষ বর্তমানে আলিপে'র সেবা নিচ্ছে।

বাংলাদেশের ১৬ কোটি লোকসংখ্যার মধ্যে অর্ধেকের বয়স ২৪ বছরের চেয়ে কম। তবে ৯৫ শতাংশেরও বেশি নাগরিক বর্তমানে কাগজের টাকা ব্যবহার করেন। দেশের ৪০ শতাংশের চেয়ে কম নাগরিকের আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট আছে। ডিজিটাল আর্থিক সেবার চাহিদা তাই দেশটিতে ব্যাপক।

স্থানীয় বিকাশ কোম্পানি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বৃহত্তম মোবাইল পেমেন্ট সেবা কোম্পানি এটি। শহর ও গ্রামে মোট ১.৮ লাখ এজেন্ট আছে কোম্পানির। ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটিরও বেশি। তারা মূলত মোবাইল ফোন রিচার্জ, টাকা ট্রান্সফার, অফলাইন পেমেন্ট ইত্যাদি সুবিধা দিয়ে থাকে। তবে কোম্পানি সেবা দেয় মূলত মোবাইলের এসএমএস-র মাধ্যমে। 'অ্যান্ট ফাইন্যানশিয়াল'-র সঙ্গে সহযোগিতার পর বিকাশ কোম্পানি কিউআর কোডসহ চীনা পদ্ধতির মোবাইল পেমেন্ট চালু করবে।

২০১৭ সালে 'অ্যান্ট ফাইন্যানশিয়াল' ফরচুন ম্যাগাজিনে বিশ্বকে পরিবর্তন করা ৫০টি শ্রেষ্ঠ কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত হয়। এ-সম্পর্কে 'বিকাশ'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এস কাদির বলেন, "বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ পেমেন্ট প্রযুক্তি ও চীনের চমত্কার অভিজ্ঞতার অধিকারী 'অ্যান্ট ফাইন্যানশিয়াল'-এর সাথে 'বিকাশ' সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এই পুঁজি বিনিয়োগ বিকাশের উন্নয়নে নতুন সুযোগ বয়ে আনবে।"

'অ্যান্ট ফাইন্যানশিয়াল'-এর প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিং সিয়ান তুং এ-সহযোগিতাকে দু'পক্ষের অভিন্ন প্রত্যাশার বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, "অ্যান্ট ফাইন্যানশিয়াল ও বিকাশের অভিন্ন লক্ষ্যমাত্রা রয়েছে; আর তা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য সমান উন্নয়নের সুযোগ বয়ে আনা। আমরা আমাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা 'বিকাশ'-এর মতো অংশীদারের সঙ্গে বিনিময় করতে আগ্রহী। 'বিকাশ'-এর দক্ষ প্রশাসনিক দল রয়েছে এবং স্থানীয় বাজার সম্পর্কে তাদের জানাশোনা বেশি। 'বিকাশ' এই সহযোগিতার ফলে আরও সুবিধাজনক ও নিরাপদ আর্থিক সেবা দিতে পারবে বলে বিশ্বাস করি। এতে স্থানীয় লোকদের চাহিদা পূরণ হবে।"

বাংলাদেশের নোবেলবিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ ব্যবস্থা গড়ে তুলেছেন। বিশ্বের বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক দেশের অর্থনীতির উন্নয়ন এবং দারিদ্র্যবিমোচনে বহু বছর ধরে প্রচেষ্টা চালিয়ে আসছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

গেল বছরের মে মাসে আলিপে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট ২০টি দেশের যুবকদের দ্বারা চীনের চারটি নতুন আবিষ্কারের অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছে। বিদেশি যুবকরা এ-আবিষ্কার তাদের জন্মস্থানে নিয়ে যেতে আগ্রহও প্রকাশ করে তখন। আশা করা যায়, মোবাইল পেমেন্ট খাতে চীনের অভিজ্ঞতা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040