কুয়েতের আমিরের সঙ্গে ইয়াং চিয়ে ছি'র বৈঠক
  2018-04-30 15:20:25  cri
এপ্রিল ৩০: গতকাল (রোববার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ইয়াং চিয়ে ছি কুয়েতে দেশটির আমির শেখ সাবা আল-আহমেদ আল জাবের আল সাবাহ'র সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে সাবাহ'র কাছে প্রেসিডেন্ট সি'র আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন ইয়াং চিয়ে ছি। তিনি বলেন, চীন ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৭ বছরের মধ্যে দু'দেশ পরস্পরকে সমর্থন করে আসছে। আমরা পারস্পরিক নির্ভরশীল সেরা বন্ধু ও অংশীদার। চীন বরাবরই কুয়েতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে আসছে বলে ইয়াং জোর দিয়ে বলেন।

তিনি আরো বলেন, চীনের সঙ্গে সবচেয়ে আগে 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা দেশ কুয়েত। চীন কুয়েতকে উপসাগরীয় অঞ্চলে 'এক অঞ্চল, এক পথ'-র গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার হিসেবে মনে করে।

বৈঠককালে সাবাহ বলেন, কুয়েত চীনকে আস্থাশীল কৌশলগত সহযোগিতার অংশীদার মনে করে। চীনের সঙ্গে স্থায়ী স্থিতিশীল অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের প্রত্যাশায় রয়েছে কুয়েত। কুয়েত চীনের আন্তর্জাতিক মর্যাদা ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলে সাবাহ জোর দিয়ে বলেন। চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় জোরদার করে যৌথভাবে আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করতে ইচ্ছুক কুয়েত। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040