চীনে 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর শিক্ষার্থী সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে
  2018-04-30 14:56:13  cri
এপ্রিল ৩০: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা দিন দিন গভীর হয়ে উঠছে। চীনে 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর শিক্ষার্থী সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে।

সিনহুয়া বার্তা সংস্থার সূত্র থেকে সম্প্রতি এ তথ্য পাওয়া গেছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৭ সালে ২০৪টি দেশ ও অঞ্চলের শিক্ষার্থীরা চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল এবং মহানগরের ৯৩৫টি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। এই সংখ্যা ২০১৬ সালের তুলনায় প্রায় ১৮.৬২ শতাংশ বেশি।

চীনে 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২ শ। যা ২০১৬ সালের চেয়ে ১১.৫৮ শতাংশ বেশি।

উল্লেখ্য, ২০১৮ সালে চীনে 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর শিক্ষার্থীদের অধ্যয়ন পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৩০০ জন শিক্ষার্থী চীনে পেশাগত জ্ঞান সম্পর্কে শিক্ষা লাভ করবে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040