দুই কোরিয়ার শীর্ষবৈঠকের ইতিবাচক মূল্যায়ন করলেন রুশ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
  2018-04-30 14:21:32  cri
এপ্রিল ৩০: গতকাল (রোববার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমন্ত্রিত হয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। দক্ষিণ ও উত্তর কোরিয়ার শীর্ষবৈঠকের অর্জিত সাফল্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বেগবানের জন্য অনুকূল হবে বলে ফোনালাপে তাঁরা উভয়ই মনে করেন।

ক্রেমলিন ভবনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, টেলিফোনে মুন নির্দিষ্টভাবে পুতিনের কাছে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকের অবস্থা তুলে ধরেন। তাঁরা এবারের বৈঠকের অর্জিত ফলাফলের ইতিবাচক মূল্যায়ন করেন এবং 'কোরীয় উপদ্বীপের শান্তি, সমৃদ্ধি ও একত্রীকরণ বাস্তবায়নের উদ্দেশ্যে পানমুনজম ঘোষণায়' নির্ধারিত কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণের অভিন্ন লক্ষ্যের স্বীকৃতিও দেন। দুই কোরিয়ার আলোচনার পর সহযোগিতা-ব্যবস্থা অবশ্যই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বেগবান করতে সক্ষম বলে তাঁরা বিশ্বাস করেন।

টেলিফোনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন পুতিন। দুই কোরিয়ার বাস্তব সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা পুনরায় জোর দিয়ে বলেন পুতিন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040