দারিদ্র্যমুক্তির সময়সূচি সুনির্দিষ্ট করে তুলবে চীন
  2018-04-29 16:29:00  cri
এপ্রিল ২৯: চীন দারিদ্র্যমুক্তির সময়সূচি সুনির্দিষ্ট করে তুলবে এবং সংশ্লিষ্ট ব্যবস্থা কার্যকরকে এগিয়ে নিয়ে যাবে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন কার্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা একথা বলেন।

তিনি বলেন, চলতি বছর হলো চীনের সুনির্দিষ্টভাবে দারিদ্র্য বিমোচনসংক্রান্ত তিন বছরব্যাপী অভিযান চালু হওয়ার প্রথম বর্ষ। বর্তমানে দারিদ্র্যমুক্তির ব্যবস্থা, নীতি এবং পুঁজির সরবরাহ যথেষ্ট। পরবর্তীতে দারিদ্র্য বিমোচনের সংশ্লিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করতে হবে বলে তিনি জোর দিয়ে বলেন। যেমন, অতি দরিদ্র অঞ্চলের দারিদ্র্যমুক্তির কাজের ওপর সজাগ দৃষ্টি রাখা, বর্তমান নীতিমালা ভালোভাবে বাস্তবায়ন করা, শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে দারিদ্র্য বিমোচন করা, পূর্ব ও পশ্চিমাঞ্চলের দারিদ্র্য বিমোচনের সমন্বয় জোরদার করা প্রভৃতি।

তিনি আরো বলেন, এসব কাজ সম্পন্ন করার জন্য চীন দারিদ্র্য বিমোচনের সুনির্দিষ্ট সময়সূচি প্রণয়ন করবে এবং সংশ্লিষ্ট বিভাগ তিন বছরব্যাপী অভিযানের জন্য প্রস্তুতিমূলক কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৮ এবং ২০১৯ সালে প্রধান কর্তব্য শেষ করা যাবে এবং ২০২০ সালে সাফল্য সুসংহত করা যাবে বলে তিনি উল্লেখ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040