সৌদি আরব সফর দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও
  2018-04-29 16:05:22  cri

এপ্রিল ২৯: মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (শনিবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছে তাঁর প্রথম মধ্যপ্রাচ্য সফর শুরু করেন।

জানা গেছে, সফরকালে পম্পেও সৌদি রাজা সালমান বিন আবদুলআজিজ আল সউদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দু'দেশের সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

সংশ্লিষ্ট বিশ্লেষক মনে করেন, দু'পক্ষ ইয়েমেন, সিরিয়া, ইরানের পারমাণবিক চুক্তি, কাতারের কূটনৈতিক সংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে গভীর আলোচনা করবে।

জানা গেছে, সফরের পর পম্পেও ইসরাইল ও জর্দান সফর করবেন। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040